বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন

চ্যাম্পিয়ান মাভাবিপ্রবি'র সিরাতুল

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৪:৫১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দেশের প্রথম ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪’ এর স্পটলাইট টক এ চ্যাম্পিয়ন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাতুল কুবরা সিফাত।

আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪'। "আগামী প্রজন্মের জৈবপ্রযুক্তি: অসাধারণত্বের পথে"- প্রতিপাদ্যে ২৭ জানুয়ারি (শনিবার) চবির জীববিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. শিরীণ আখতার। আর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির সভাপতি ড. একে আজাদ চৌধুরী, ইউজিসি সদস্য অধ্যাপক আবু তাহের, সরকারের সাবেক সচিব জিয়াউল আমিন। দেশ বিদেশের ৫৭টি প্রতিষ্ঠান থেকে ৫২০ জন গবেষক অংশগ্রহণ করেন সম্মেলনে। এছাড়াও অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অস্ট্রেলিয়া, জার্মানি, ভারতসহ পৃথিবীর ৮টি দেশের গবেষক এবং শিল্প উদ্যোক্তারা।


স্পটলাইট টক (স্টুডেন্ট হাইলাইটেড থিসিস ক্যাটাগরি), ইন্টারন্যাশনাল বায়োটেকনোলজি কনফারেন্স 2024-এর চ্যাম্পিয়ন সিরাতুল কুবরা সিফাত বলেন, আমি সত্যিই খুবই আনন্দিত যে আন্তজার্তিক সম্মেলনে আমি বিজিই বিভাগ, মাভাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করেছি এবং আমার স্নাতকোত্তর গবেষণা উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের গবেষণা ভবিষ্যতে গর্ভবতী ও প্রসূতি মায়েদের ডায়েবেটিস রোগ নিয়ন্ত্রন এবং ব্যবস্থাপনাতে সহযোগিতা করবে।’

সিফাত জানান স্নাতকোত্তর গবেষণায় সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) এর মডিকুলার বায়োটেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহজাবিন আমিন।

এছাড়াও বিশ্বস্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ড.মুস্তাফিজুর রহমান, এনআইবির গবেষক ড. মোহাম্মদ সলিমুল্লাহ এবং চবি অধ্যাপক ড. মোহাম্মদ আল ফুরকান, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ গবেষক ড. রুভানা রাকিব অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর