বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

র‌্যাবের অভিযানে ৫৭কেজি গাঁজা দুটো গাড়ি মোবাইল জব্দ, আটক ৩

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:১৮

নরসিংদীর রায়পুরায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ৫৭কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটো সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (২১ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার মরজাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে রায়পুরা থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত হোসেন আলীর ছেলে মো: মিঠু (২৮), রংপুরের পীরগাছা এলাকার বাবুল আক্তারের ছেলে চালক মো: সেলিম আহম্মেদ হোসেন (৩৬), আরিফ (২২) ও মো: আজিজ (৩৫), জামালপুরের দেওয়ানগঞ্জ এর ওয়াজেদ আলীর ছেলে মো: জুয়েল (২০) ও রাজিব (২৮)। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এজহার সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদস্যরা রায়পুরার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হারুন মটর এন্ড টায়ার স্টোরের সামনে পাকা রাস্তার উপর টহল চলাকালীন সময়ে দ্রæত গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত চেকপোষ্ট অতিক্রম করে। পরে গাড়িটিকে থামালে গাড়িতে থাকা ৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টার সময় দুইজনকে আটক করা হয় অপর ২জন আরিফ ও সেলিম আহমেদ হোসেন পালিয়ে যায়। এবং মরজাল সোনালী ব্যাংক এর সামনে থেকে আরো ১জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকেও ১টি পিকআপ জব্দ করা হয়। এ নিয়ে মোট ৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। দুই মামলায় আসামীদের কাছ থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও তাদের কাছ থেকে নগদ টাকা ও ৫ টি মোবাইল ফোন, ২টি গাড়ি জব্দ করা হয়।


রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, পৃথক দুটো মামলায় ৫৭কেজি গাঁজাসহ দুটো সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও ৫টি মোবাইল ফোন থানায় জব্দ দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ৩জনকে সোমবার দুপুরে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর