বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ‘দৌড় পরিবার’

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১২:৫৭

বগুড়ার শেরপুরে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ বিলিয়ে দিতে কম্বল বিতরণ করেছে দৌড় পরিবার। ২০ জানুয়ারী (শনিবার) বিকেলে শহরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে অতিদরিদ্র প্রায় ৩৫০ জন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়াও, শহর গ্রামের নাইটগার্ডদের মাঝেও শীতের চাদর বিতরণ করা হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও পথ শিশুদের মাঝেও এ কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দৌড় পরিবারের সদস্যরা।


কম্বল পেয়ে অতিদরিদ্র সুবিধাভোগী ষাটোর্ধ্ব আয়েশা বেগম বলেন, ‘আমি অসুস্থ মানুষ, এই শীতে অনেক কষ্ট করেছি। কম্বল পেয়ে এ কষ্ট থেকে কিছুটা মুক্তি পেলাম।’


দৌড় পরিবারের অন্যতম সদস্য ডা. ইকবাল হোসাইন ছনি, রেজওয়ানুল আলম রাজন ও মাসুম বলেন, ‘শীতার্ত ও দুঃস্থ মানুষের হাতে একটি করে কম্বল দিতে পারা অনেক ভাল লাগার বিষয়। আমরা প্রায় ১৫ বছর হল প্রতি শীতে কম্বল বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনুর ছোট ছেলে বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দৌড় পরিবারের সদস্য মাহবুবুর রহমান আশিক, রাশেদুল হক, সৌরভ আহম্মেদ মাসুম, আপেল মাহমুদ, মো. লিখন, আবুজার বিশ্বাস, বিদ্যুত সূত্রধর, জাহিদ, আতিকুর রহমান আতিক, মাহবুব হোসেন, আবু নোমান রবিন, সেফ মাহমুদ, ফরহাদ হোসেন রান্টু, গাজিউর রহমান গাজিসহ দৌড় পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, দৌড় পরিবার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন। যা ২০০৬ সালে কয়েকজন বন্ধুরা মিলে গড়ে তোলেন। এই সংগঠনের সদস্যদের কোন সাংগঠনিক পদ-পদবী নেই। শুরুতে তারা সবাই মিলে ক্ষুদ্র-ক্ষুদ্র সামাজিক উন্নয়নমূলক কাজ শুরু করেন। পরবর্তীতে, অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অটোভ্যান, টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত পায়খানা বিতরণের মাধ্যমে সংগঠনের কর্ম পরিধিকে আরেকটু বাড়ান। দৌড় পরিবারের পাশপাশি সমাজের বিত্তবানরা যদি এই ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসেন তাহলে সামনে আরো বড় পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহন করা যাবে বলে তারা মনে করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর