বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চট্টগ্রামে স্বল্প পরিসরে গ্যাস সরবরাহ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৫:১৮

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় চট্টগ্রামে স্বল্প পরিসরে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার মধ্যে পুরো শহরে গ্যাস ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১৮ জানুয়ারি রাত ১ টা থেকে চট্টগ্রামে আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, (১৯ জানুয়ারি) শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে পাইপলাইনে এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু হয়।


কিন্তু চাপ অস্বাভাবিক কম। যেখানে ইদানিং নিয়মিত ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়, সেখানে শনিবার সকাল ১১টা পর্যন্ত মাত্র ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুর রহমান জানিয়েছেন বিকেল নাগাদ নগরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। শুক্রবার রাতেই গ্যাসের সরবরাহ শুরু হয়েছে বলে তিনি জানান।


কেজিডিসিএল’র বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (দক্ষিণ) প্রকৌশলী অনুপম দত্ত বলেন, গ্যাসের চাপ বাড়তে সময় লাগছে। কারণ, পুরো নেটওয়ার্কটা গ্যাসশূন্য হয়ে আছে। আমরা এ মুহূর্তে ৬০-৭০ মিলিয়ন ঘনফুট মাত্র পাচ্ছি। কিন্তু সেটা আপ-লেভেলেই কিছুটা যাচ্ছে।

একদম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
জানা গেছে, কক্সবাজারের মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল সচল থাকলে সেখান থেকে নিয়মিত ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। গত অক্টোবরে একটি টার্মিনাল নিয়মিত সংস্কার কাজের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর একটি টার্মিনাল থেকে সরবরাহ ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে।

গত ১৭ জানুয়ারি সিঙ্গাপুর থেকে টার্মিনালটি ফেরত আসে এবং অপরটি সিঙ্গাপুরে নেওয়ার প্রস্ততি শুরু হয়।


ফেরত আসা টার্মিনালটি পুনরায় স্থাপনের সময় কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে ১৮ জানুয়ারি রাত ১ টা থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর