বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

জাল ভোট দেওয়ায় যুবককে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৬:৫৫

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রু (২২) নামে এক ‍যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভয়ভীতি দেখিয়ে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্রু নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।

আদালতের সামনে দোষ স্বীকার করায় বিচারক মাহাতাব হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

একই সঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত মাহাতাব হোসেন রুদ্রু এবং প্রত্যাহার করা প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর