বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা পলকের

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৪:২২

নাটোরের সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর-৩ (সিংড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

এবারের নির্বাচনে তিনি এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন।

রোববার (০৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় তিনি তার মা জামিলা আহমেদ, স্ত্রী আরিফা জেসমিন কনিকা ও বড় ভাই জুবায়ের আহমেদ নয়নকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন।

পরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। কেননা গত ১৫ বছরে সিংড়ায় যে উন্নয়ন হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন ও সুশাসন দিয়েছেন এজন্য নবীন-প্রবীণ সব ধরনের ভোটাররা খুশি। তারা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

তিনি বলেন, সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে শত শত মানুষ ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমি আশা করি সিংড়ার ১১৮টি ভোট কেন্দ্রে বিপুল পরিমাণ ভোট দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করবেন। সিংড়াবাসী আমাকে অনেক ভালোবাসেন। তাই তারা আমাকে বিজয়ী করবেন। এসময় দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া এ আসনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম শফিকসহ ৯জন প্রার্থী। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর