বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কেবিসির মঞ্চে কেঁদে বিদায় জানালেন অমিতাভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৩

শেষ হতে চলেছে ২০২৩ সাল। বছর শেষ হওয়ার সঙ্গে হয়ে গেল ভারতের সবচেয়ে জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৫তম সিজনের অন্তিম পর্বের সম্প্রচার। ২৯ ডিসেম্বর ছিল কেবিসির শেষ পর্বের সম্প্রচার। দীর্ঘ আট মাসের জার্নি শেষ হল।


আর বিদায়ের দিন সবার সামনেই কাঁদলেন শো’টির সঞ্চালক অমিতাভ বচ্চন। শেষ দিন অমিতাভের আবেগপ্রবণ সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
দুই দশক পেরিয়ে কেবিসি আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় শো। তেইশ বছরের সম্পর্ক ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে অমিতাভ বচ্চনের।


তাই ১৫তম সিজনের অন্তিম লগ্নে বিগ বি’র চোখ ছাপিয়ে এলো জল। ১৫তম মৌসুমের শেষ পর্বে হাজির ছিলেন বিদ্যা বাোন, শিলা দেবী, শর্মিলা ঠাকুর এবং সারা আলি খানের মতো তারকারা। প্রত্যেকেই বিগ বি’র সঙ্গে মজার স্মৃতিচারণ করলেন শো’তে।


বিদায়ের পর্বে সকলের সামনেই চোখে জল এলো বিগ বি’র।


আবেগতাড়িত হয়ে অমিতাভ বললেন, ‘এবার আসছি। ৩১ ডিসেম্বর থেকে এই স্টেজ আর সুন্দর করে সাজানো হবে না। যারা এই শোয়ের দর্শক, শো’টি দেখতে ভালোবাসতেন তাদের জন্য বলছি- আগামীকাল থেকে আর আমরা আসব না। তবে সত্যি বলতে এই কথাটা বলার সাহস বা ইচ্ছে কোনওটাই হচ্ছে না।’
বুকে যন্ত্রনা নিয়েই বিগ বি বলেন, ‘আমি অমিতাভ বচ্চন এই স্টেজে দাঁড়িয়ে শেষবারের মতো বলছি- শুভরাত্রি, শুভরাত্রি।


’ এই কথাটা বলার সময় চোখে জল ছলছল করছিল অমিতাভের। সেই সঙ্গে কান্না চেপে কথা বলার জন্য গলা ভার হয়ে এসেছিল তাও বেশ ভালোই বোঝা গেছে ভিডিওতে।
২০২৩ সালের ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি ১৫তম সিজনের এর সম্প্রচার। সেই সময় একমাত্র বিগ বি-ই জানতেন ২৯ ডিসেম্বর অন্তিম এপিসোডের সম্প্রচার হবে। কিন্তু, প্রতিযোগী আর দর্শকের ভালোবাসায় সেই দিনটার কথা ভুলেই গিয়েছিলেন। সবার সামনে সেই কথা নিজেই বলেন বিগ বি। কেবিসির সেটে অমিতাভ তাঁর ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের গল্প করতেন। তেমনই আবার প্রতিযোগীদেরও জীবনের অনেক লড়াই, আত্মত্যাগের কথা উঠে আসতো। বিগ বি সর্বদা চেষ্টা করতেন সেটে সবাইকে হাসিখুশি রাখতে। বিদায়বেলায় তাঁর মুখের সেই হাসিটাই কান্নায় পরিণত হয়ে গেল! এমনকী অমিতাভের সঙ্গে কাঁদলেন উপস্থিত অনেক দর্শক অনুরাগীও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর