বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নির্বাচনী আচরন বিধিভঙ্গ করে গাজীপুর-১ এ স্বতন্ত্র প্রার্থীর শোডাউন

মো: মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৯

 

গাজীপুর-১ এ স্বতন্ত্রপ্রার্থীর দেড় শতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রাসেল শনিবার দুপুরে শোডাউন করেছেন। গাজীপুর ১ আসনের ভিভিন্ন এলাকা থেকে পিকআপ,ট্রাক, প্রাইভেটকার মাইক্রোবাস , মোটরসাইকেলসহ শোডাউন করে বিশাল গাড়ির বহর নিয়ে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় যোগদান করেন। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের ট্রাক মার্কায় ভোট প্রদানের জন্য সভায় উপস্থিত ভোটারদের প্রতি আহবান করেন। গাড়ীর বহর নিয়ে যাওয়ার সময় উপজেলার বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন বিগত ১৫ বছরে তিনি নিজে কোন উন্নয়নমুলক কাজ করেন নি। আি আমার এলাকায় প্রত্যেকটি রাস্তা চল্লিশ ফিট পাশ কওে কওে দিয়েছি। আপনার এলাকার মামনীয় মন্ত্রী তিন বার এমপি দুইবার মন্ত্রী ওনি এতো ভাল লোক এক সাইডে দুই সাইডে পাঁচ কিলো রাস্তা কইরা দিতে পারে নাই। মানুষের ভালবাসা কোথায় থাকতে হয় অন্তরে থাকতে হয় বাইরে না। আপনারা একটা বার পরিবর্তন কইরা আপনারা স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের ট্রাক মার্কায় ভোট দিবেন আমি সাথে থেকে রাস্তা করে দিবো ১৫মিনিটে মধ্যপাড়া থেকে গাজীপুর চলে যাবেন। আমরা দুই ভাই তরুন আছি দুই ভাই মিল্লা সহরটা গড়ি। অনেকে দেখছি বাড়িঘর ছিলনা এখন আপনেগো কপাল খুইলা গেছে। তবে দুইচারজনের কপাল না খোলে সবার খুইলা গেলে ভাল হতো।

নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করে স্বতন্ত্রপ্রার্থীর শোডাউনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন আমি শোডাউনের বিষয়টি লোক মুখে শুনেছি কেউ লিখিত কোন অভিয়োগ দেয়নি। তবে আমি বিষয়টি খতিয়ে দেখে নির্বাচনী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর