বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩, ১২:০৭

শনিবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাদারীপুরের সর্বত্র ঘন কুয়াশা জেঁকে বসেছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে গাঢ় কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট।

কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে রয়েছে ধীর গতি। গ্রামীণ হাট-বাজারে ক্রেতার উপস্থিতি কম রয়েছে বলে জানা গেছে
খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকেই জেলার সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। তাছাড়া ভোর থেকে যানবাহন অন্যান্য দিনের চেয়ে সীমিত রয়েছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে চালকেরা জানিয়েছেন। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। ভোরে কুয়াশা ও শীত থাকায় ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের চেয়ে কম রয়েছে। গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও কম। এছাড়া গ্রামীণ সড়কে অন্যান্য দিনের চেয়ে থ্রি-হুইলারও কম দেখা গেছে।

পরিবহন চালক মো. আবু কালাম নামের এক ব্যক্তি বলেন, কুয়াশার কারণে ঠিকমতো সামনে দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার পরিবহন চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। সড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

গত সপ্তাহের ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শেষে গত শুক্রবার থেকেই কুয়াশাভাব বিরাজ করছে। শনিবার (৯ ডিসেম্বর) কুয়াশা কম থাকলেও দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। রোববার ভোর থেকেই ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে। দেখা নেই রোদের। শীত মৌসুমে এই ঘন কুয়াশা বেশ দুর্ভোগই বয়ে আনে মানুষের জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর