বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস বিতরণ

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩, ১৭:১৮

গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে নির্বাচিত সুফলভোগীদের মধ্যে হাঁস বিতরণ করেছে উপজেলা প্রানিসম্পদ দপ্তর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রানি সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৫৭টি ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২০টি করে মোট ৫ হাজার ১৪০টি হাঁস বিতরণ করা হয়েছে। এ সময় হাঁসের সঙ্গে একটি ঔষধ, একটি এন্টিবায়োটিক, একটি ভিটামিন ও একটি জীবানুনাশক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. শাহ আলম সরকার, বোয়ালী ইউপি চেয়ারম্যান আবজাল হোসেনসহ আরো অনেকে।


উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস বিতরণের লক্ষে এর আগে ২৫৭টি হাঁসের ঘরও বিতরণ করা হয়েছে। এরপর প্রতি পরিবারকে ৯ কেজি করে হাঁসের খাবারও বিতরণ করা হবে। এছাড়াও ২৫৮টি মুরগির ঘর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মুরগিও বিতরণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর